আনন্দ নিতে গিয়ে জীবন হারাবেন এমনটা হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি দুই সমর্থক। গতকাল কোপা লিবের্তাদোরেসের ম্যাচ শেষে হাসিমুখে বাড়ি ফেরার বিপরীতে লাশ হয়ে ফিরতে হয়েছে তাদের।
চিলির রাজধানী সান্তিয়াগোর মনুমেন্তাল স্টেডিয়ামের বাইরে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। চিলির ক্লাব কোলো কোলোর বিপক্ষে ব্রাজিলের ক্লাব ফোর্তালেজার মুখোমুখি হওয়ার আগে ঘটনাটি ঘটে।
জানা যায়, ম্যাচ শুরুর আগে ১০০ জন দর্শক টিকিট ছাড়াই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষ সংঘর্ষে জড়ালে দুই জন প্রাণ হারান।
মৃত দুজনের একজন ১৩ বছরের বালক এবং অপরজন ১৮ বছরের তরুণী বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম। সংবাদ মাধ্যমকে তরুণীর বোন বারবারা পেরেজ জানিয়েছেন, সংঘর্ষের সময় স্টেডিয়াম ধসে পড়লে তার বোন একটি বেষ্টনীর নিচে আটকা পড়ে।
সে সময় পুলিশের একটি গাড়ি তাকে পিষে চলে যায়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।
এমন ঘটনায় পরে ম্যাচ বাতিল করেছে কনমেবল। নিহতদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে দক্ষিণ আমেরিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা লিখেছে, ‘কোলো কোলো ও ফোর্তালেজার ম্যাচ শুরুর আগে মনুমেন্তাল স্টেডিয়ামে দুই সমর্থকের মৃত্যুর ঘটনায় কনমেবল গভীরভাবে শোকাহত।
নিহত ব্যক্তিদের পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’
ঘটনায় পুলিশের গাড়ির সম্পৃক্ততা আছে কি না তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন চিলির প্রসিকিউটর ফ্রান্সিসকো মোরালেস। তিনি বলেছেন, ‘আমরা জেনেছি, বেষ্টনীর নিচে আটকা পড়ে দুজন মারা গেছেন। তাদের মৃত্যুতে পুলিশের গাড়ির কোনো সম্পৃক্ততা আছে কি না, সে ব্যাপারে তদন্ত চলছে।’